বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই


জনপ্রিয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে ভুগছিলেন বাসন্তী চ্যাটার্জি। এছাড়াও তার বুকে পেসমেকার বসানো হয়েছিল, এবং চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে তার পাঁজরের হাড় ভেঙে যায়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, একটি কিডনিও আর সচল ছিল না।
শেষ জীবনে একা থাকতেন এই অভিনেত্রী। ছেলে-মেয়েরা নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করান তার গাড়ি চালক মলয় চাকি, যিনি পরবর্তীতে চিকিৎসার খরচও বহন করেন।
বাসন্তী চ্যাটার্জির সহ-অভিনেতা ভাস্বর চ্যাটার্জি জানান, ‘মনটা খুব ভারী। তবে আমরা সবাই মনে করি, তিনি এখন কষ্ট থেকে মুক্তি পেয়েছেন।’
শেষবার তিনি অভিনয় করেছিলেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে। আশির দশকে চলচ্চিত্রে এবং পরে টিভি সিরিয়ালে ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
ভিওডি বাংলা/জা