টপ নিউজ
ব্যাংককের উদ্দেশে রওনা দিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পি.এম.


ছবি: সংগৃহীত
চোখের ফলোআপ চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংককের উদ্দেশে রওনা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সস্ত্রীক ব্যাংকক যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে পরদিন ১৪ মে মির্জা ফখরুলের বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের বেশি সময় বিশ্রামে ছিলেন তখন। পরে চোখের চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।
ভিওডি বাংলা/ এমএইচ