• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মুজিব' সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন

বিনোদন ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০৪:৩১ পি.এম.
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মিত হয় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়, প্রায় ৭০ কোটি রুপি বাজেটে। সিনেমাটি পরিচালনা করেন ভারতীয় খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।

এই সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

বাঁধন জানান, ‍‘আমি দু’বার অডিশন দিয়েছিলাম। রিজেক্ট হয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। উনার সঙ্গে কাজ করাটা যে কোনো শিল্পীর জন্যই বিশাল সুযোগ।’

তিনি আরও বলেন, ‘কষ্টটা এই কারণে বেশি লেগেছে যে, শুধু রিজেক্টই করা হয়নি, আমাকে অপমানও করা হয়েছিল। তবে পরে যখন ট্রেইলার ও সিনেমা দেখি, মানুষের প্রতিক্রিয়া শুনি-তখন মনে হয়েছে কাজটা না করাই ভালো হয়েছে। ওরা আমাকে বাদ দিয়ে ভালোই করেছে।’

সেই সময়ে তার এক আত্মীয় তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ‘আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন।” বাঁধন জানান, সেই কথা শুনেও তিনি কান্না করেন।’

উল্লেখ্য, সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। আরও অভিনয় করেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, গাজী রাকায়েতসহ শতাধিক শিল্পী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল
জয়াঅভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার রেকর্ড
জয়াঅভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার রেকর্ড