• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আশরাফুল আলম উপজেলার বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩ টায় এঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আশরাফুল আলম প্রতিদিন বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রীদের ক্লাস নেন। গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে বিদ্যলয়ের সবাইকে ছুটি দিয়ে দুই ছাত্রীকে পড়ানোর কথা বলে দ্বিতীয় তলার লাইব্রেরীতে নিয়ে যান ওই প্রধান শিক্ষক। এরপর ওই দুই শিক্ষার্থীকে অতিরিক্ত পড়াশোনা করার জন্য পুরস্কার স্বরূপ বিস্কুট খাওয়াতে চান। এ জন্য একজন ছাত্রীকে টাকা দিয়ে বিস্কুট কেনার জন্য দোকানে পাঠিয়ে দেন। এ সুযোগে আশরাফুল আলম ভুক্তভোগী ছাত্রীকে যৌন হয়রানি করলে ছাত্রীটি তৎক্ষণাৎ চিৎকার করে বিদ্যালয় থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে যায়। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর অভিভাবকদের জানায়।

পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকরা বিকাল ৫ টার দিকে উপজেলায় চত্বরে একত্রিত হয়। পরে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ দেন। জানা গেছে ওই শিক্ষক ইতিপুর্বেও  এ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়েও এমন ঘটনা ঘটিয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধীকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
 
অভিযোগের বিষয় জানতে চাইলে রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে, প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ