• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যাম্পাস প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পি.এম.
বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার  (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে এ কর্মসূচি হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং এই যৌক্তিক দাবিতে সম্মতি প্রদান করেন শিক্ষকবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের দুই শিক্ষার্থী রোমান হাসান ও সুমাইয়া শারমীন শিমু। 

এ সময় বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “আমরা চাই যে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হোক, লোকপ্রশাসন বিভাগে এমন বিষয় সম্পর্কে পড়ানো হয় যা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত। তাই আমরা চাচ্ছি লোকপ্রশাসন বিভাগে শিক্ষা ক্যাডার যুক্ত হোক এবং এটি একটি যৌক্তিক দাবি বলে আমরা সবাই মানববন্ধন করছি।” দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: পাভেল বলেন, “আমরা দীর্ঘ দিন ধরে এই যৌক্তিক আন্দোলন করে আসছি কিন্তু আমাদের লোকপ্রশাসন বিভাগের উপর অন্যায় আবিচার করা হচ্ছে। সারা বাংলাদেশ ১৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হচ্ছে কিন্তু আমরা দেখি সার্ভিস সেক্টরে আমাদের তেমন কোন সুযোগ দেওয় হচ্ছে না। তাই সরকারের কাছে আবেদন জানাই আমদের যেন সার্ভিস সেক্টরে সুযোগ দেওয়া হয় এবং শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়। সোস্যাল সাইন্সের প্রায় সব গুলো বিষয়ে আমাদেরকে পড়ানো হয়। সারা বাংলাদেশে লোকপ্রশাসন বিভাগ থেকে যে আন্দোলন করা হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরা জাককানইবি লোকপ্রশাসন বিভাগ সম্মতি জানিয়ে মানববন্ধন করছি।”

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, “আপনাদের দাবি যৌক্তিক খুব শীগ্রই এটি বাস্তবায়ন হোক আমরা এই কামনা করি। শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন চালিয়ে যাবেন কোন ধরেন অস্থিতিশীল পরিস্থিতি যতে না হয় এটা আমাদের কমনা।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু
ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু কাল
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু কাল
৭ কলেজ শিক্ষার্থীদের ৯ দাবি
৭ কলেজ শিক্ষার্থীদের ৯ দাবি