• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রংপুরে জাপার শীর্ষ তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৭:০২ পি.এম.
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, দল ভাঙার ষড়যন্ত্রের লিপ্ত ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দল ভাঙার ষড়যন্ত্র এবং মব ভায়োলেন্সের প্রতিবাদে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন মোস্তফা। সকল অবস্থাতেই জিএম কাদেরের পক্ষে রংপুর বিভাগ জাতীয় পার্টিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রংপুর ডিভিশনে এই দালালচক্রকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। যেখানেই তাদের দেখা যাবে ও অস্তিত্ব পাওয়া যাবে, সেখানেই বাজ পাখির মতো গিয়ে তাদের তুলে নিয়ে এসে দিগম্বর করে রংপুরের রাজপথে দাঁড় করিয়ে রাখার জন্য নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন।

মোস্তফা বলেন, আজকে আমার মনে হচ্ছে আইয়াসেম জাহেলিয়াতের যুগে আছি। মানুষ খুন হচ্ছে। মানুষেকে দিনের বেলা কুপিয়ে মারা হচ্ছে। রাতের বেলা গাড়িতে লাশ পাওয়া যাচ্ছে। দিনের বেলা এখানেই দুলিত সম্প্রদায়ের ২ জনকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো; এ ধরণের ঘটনা ঘটছে। বুড়িরহাটে একটা ১২ বছরের ছেলেক জবাই করে মারা হলো। এটা কি পরিস্থিতি।

মোস্তাফিজার বলেন, বর্তমান অবস্থায় আইনশৃঙখলা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে। এ অবস্থা চলমান থাকলে কিভাবে একটা সুস্ঠু নির্বাচন করা সম্ভব? পুলিশকে একটিভ এবং সাথে সেনাবাহিনী দিয়ে যদি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা হয়। তাহলে হয়তো নির্বাচন সুষ্ঠু হতে পারে।

তিনি বলেন, আওয়ামীলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পার্টিকেও সেভাবে নিষিদ্ধ করার একটা ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টি্র কয়েকটা দালাল চক্র এটার সঙ্গে জড়িত। বলেন, রুহুল আমীন হাওলাদার শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার বানিয়ে নির্বাচন করেছিল। আনিছুল ইসলাম মাহমুদ শেখ হাসিনার আর্শিবাদ পুষ্ট হয়ে তার ছবিটা প্রথমে দিয়ে নির্বাচন করেছে। চুন্নু শেখ হাসিনার ছবি লাগিয়ে নির্বাচন করেছে। সেই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এই চক্রটিকে আমরা রংপুর বিভাগের অবাঞ্ছিত ঘোষণা করছি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিস সেন্টার উন্নয়ন সভা অনুষ্ঠিত
ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিস সেন্টার উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুমারখালীতে ফ্রি লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক
কুমারখালীতে ফ্রি লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক
কিশোরগঞ্জের মানুষ তরুণ নেতৃত্বকে বেছে নিবে - আবু হানিফ
কিশোরগঞ্জের মানুষ তরুণ নেতৃত্বকে বেছে নিবে - আবু হানিফ