• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির

মাদারীপুর প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৯:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে দেশে আবারও ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, `ওয়ান-ইলেভেন বোঝেন আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৭ সালে যা হয়েছিল। তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে তিনতলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল। তাই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।’

বুধবার (১২ আগস্ট) বিকালে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, “বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ এনসিপি সরকারে না থেকেও সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা প্রটোকল পাচ্ছে, ডিসি-এসপি-ওসি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে প্রভাব খাটাচ্ছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ফাইভ-স্টার হোটেল, সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে, সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপি গত ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি কখনোই নিরাপদ নয়।’

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সঞ্চালনা করেন মাদারীপুর জেলা সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য প্রধান সিরাজুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুল হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, সাবেক সংসদ সদস্য নাবিলা চৌধুরী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই