• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ

নুসরাত ফারিয়ার কষ্ট ও পুনরুদ্ধারের গল্প

বিনোদন ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ১০:২৮ পি.এম.
অভিনেত্রী নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারলেও, কিছুদিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। ফারিয়া লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাগদান ভাঙার সিদ্ধান্ত ছিল অত্যন্ত কঠিন। “মা-বাবা আর রনি—এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। একসঙ্গে থাকা, সময় কাটানো—সবকিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয়।”

অভিনেত্রী নুসরাত ফারিয়া

ফারিয়া প্রায় চার বছর সময় নিয়ে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করেছেন। তিনি বলেন, “১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে। কীভাবে বলব বুঝতে পারছিলাম না। রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।”

বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফারিয়া। তিনি জানান, মানসিক অবসাদের কারণে তিন মাস কাজ থেকে বিরতি নিতে হয় তাকে। “এখনও অবসাদ কাটানোর জন্য ওষুধ খাচ্ছি,” বলেন তিনি, “পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

অভিনেত্রী নুসরাত ফারিয়া 

সম্প্রতি এক বিতর্কিত ঘটনায় একদিনের জন্য জেল হেফাজতে থাকতে হয়েছিল ফারিয়াকে। তবে ধীরে ধীরে তিনি পুরোনো ছন্দে ফিরে আসছেন, কাজে মন দিচ্ছেন এবং নিজেকে সামলে নিচ্ছেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় পার করে সামনে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’