• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ

পাবনা প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৩ এ.এম.

পাবনার সুজানগর উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার(১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঘটনা টি ঘটে।

 আহত শিক্ষার্থীরা হলেন দুলাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জিনিয়া আফরিন জেমি, মাহমুদা ইয়াসমিন জান্নাতি, ৮ম শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার, ৯ম শ্রেণির ছাত্রী মোহনা খাতুন, ১০ম শ্রেণির ছাত্রী অনামিকা ইসরাত উর্মি, রিতু খাতুন ও জান্নাতুল ফেরদৌস। আহতদের মধ্যে একজনকে পাবনা সদর হাসপাতালে এবং অপর ৬ শিক্ষার্থীকে স্থানীয় হাসপতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায়  বিক্ষুব্ধ শিক্ষর্থীরা ট্রলিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চালক জয় এবং চালকের সহকারী বিজয়কে মারধর করে পুলিশের হাতে অর্পণ করেন। 

এ সময় দায়িত্বে  অবহেলার অভিযোগ এনে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন লিটনের শাস্তি দাবি জানিয়ে  বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন শুরু করলে দ্রুত বিদ্যালয় ত্যাগ করে আত্মগোপনে চলে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন লিটন।  
সংবাদ পেয়ে দ্রুত আহত শিক্ষার্থীদের দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। পরে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সাথে কথা বলেন এবং আহত ছাত্রীদের চিকিৎসা খরচ বিদ্যালয় বহন করার পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারকে শাস্তির মুখোমুখি করা হবে, এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানান ইউএনও সাহেব। 

 সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের  নতুন ভবন নির্মাণ কাজের জন্য ঠিকাদার স্কুল চলাকালিন সময় ট্রলিতে বালু এনে নামিয়ে দিয়ে ফেরার সময় বিদ্যালয় চত্বরে ট্রলির চালক শিক্ষার্থীদের ধাক্কা দিলে ওই ৭ শিক্ষার্থী আহত হয়।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
হামজার দুর্দান্ত গোলেও লেস্টারের লিগ কাপ বিদায়
হামজার দুর্দান্ত গোলেও লেস্টারের লিগ কাপ বিদায়