টপ নিউজ
‘স্টার নাইট’-এ ন্যানসি, শোনাবেন জীবনের অজানা গল্প
বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১২:৫৮ পি.এম.


জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি-ছবি সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি হাজির হচ্ছেন মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এ। আগামী ১৫ আগস্ট রাত ৯টায় প্রচারিত হবে তার উপস্থিতির বিশেষ পর্বটি।
অনুষ্ঠানে ন্যানসি শুধু সংগীতজীবনের কথাই বলবেন না, তুলে ধরবেন তার ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায়ও। শিল্পীজীবনের পথচলায় পাওয়া নানান অভিজ্ঞতা-সাফল্য, সংগ্রাম, প্রতিবন্ধকতা ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়েও খোলামেলা কথা বলবেন তিনি।
এছাড়াও, ন্যানসির ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যরা তার সম্পর্কে ব্যক্ত করবেন তাদের অনুভূতি ও অভিজ্ঞতা।
মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। প্রযোজক জানান, অনুষ্ঠানে ন্যানসির প্রিয় গান, নাটক ও চলচ্চিত্রের নির্বাচিত ক্লিপিংসও পরিবেশিত হবে।
ভিওডি বাংলা/জা