• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবৈধ পাথরসহ সিলেটে ৭০ ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০১:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বুধবার (১৩ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

অভিযানে প্রায় ১৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৭০টি ট্রাকে সাদাপাথর এলাকার আনুমানিক ৩৫ হাজার ঘনফুট অবৈধ পাথর পাওয়া যায়। জব্দ করা পাথরগুলো ধলাই নদীতে ফের প্রতিস্থাপন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা।

জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে পাথরগুলো নদীতেই ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি পাথর লুটে জড়িত প্রভাবশালী চক্রের সদস্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী রাত থেকেই অভিযান চালাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি এ কার্যক্রম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ধলাই নদীর তীরবর্তী জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য চরম হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত কিংবা পাচারের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

প্রশাসন জানিয়েছে, অভিযানে জব্দকৃত সব পাথর উদ্ধার এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
হামজার দুর্দান্ত গোলেও লেস্টারের লিগ কাপ বিদায়
হামজার দুর্দান্ত গোলেও লেস্টারের লিগ কাপ বিদায়