• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলশানে শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পি.এম.
শাহবাগে সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী আনিসা। ছবি: সংগৃহীত

গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড় নিয়েছে। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত জানে আলম অপু গ্রেপ্তার আগে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে বক্তব্য দেন।  

অপুর স্ত্রী আনিসা বৃহস্পতিবার (১৪ আগস্ট) দাবি করেন, বিএনপি নেতা ইশরাক হোসেন নির্যাতনের মাধ্যমে সেই ভিডিও ধারণ করতে বাধ্য করেন।

গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার একটি ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে। সেই ঘটনায় মামলা হলে ২ আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এর আগে একই ঘটনায় গ্রেপ্তার করা হয় মোট ৬ জনকে। গ্রেপ্তার পর আসামিদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিসার বক্তব্যে। রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন, অপুকে গ্রেপ্তার আগের রাতে তাকে তুলে নেয় বিএনপির এক নেতা। সেই নেতার বাসায় রাখা হয় বলে জানান তিনি। সে সময় জোরপূর্বক তার ভিডিওটি রেকর্ড করা হয় বলেও দাবি অপুর স্ত্রীর।

অপুর স্ত্রী জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অথবা নাহিদের নাম বলতে বাধ্য করেন বিএনপির ওই নেতা।

সবশেষ গত ২৬ জুলাই রাতে আবারও ওই বাসায় গিয়ে ৪০ লাখ টাকা আনতে যান এই পাঁচ যুবক। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
 
এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন।

আসামিদের মধ্যে গ্রেফতার চারজন ছাড়া বাকি দুজনের একজন শিশু। অন্যজন জানে আলম অপু, তিনি ঘটনাস্থলে পালিয়ে যান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা।

এক পর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও ৫ লাখ টাকা দেন।

এর পর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মুঠোফোনে অবহিত করলে আসামিরা চলে যায়।

২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা