কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ


কুড়িগ্রাম জেলায় ১৬ টি নদ নদীর মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধকুমর পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে, পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। বুধবার সকাল দুধকুমার পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর তীরের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হয়েছে। আবাদি জমি, পুকুর, রাস্তা-ঘাট ও বসতবাড়ি তলিয়ে গেছে। চরাঞ্চলের বহু গ্রাম এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে স্থবিরতা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “দুধকুমর পয়েন্টে বুধবার সকাল ৬টায় পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ