• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিয়ামকে নিয়ে রাফীর ভৌতিক ছবি, নায়িকা তুষি

বিনোদন ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
সিয়াম আহমেদ- রায়হান রাফীর-নাজিফা তুষি -ছবি সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদের অভিনয়ে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ শিগগিরই বড়পর্দায় আসতে যাচ্ছে। এটি একটি ভৌতিক জনরার ছবি, যেখানে সিয়ামের সঙ্গে থাকবেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

নায়কের চরিত্র নিশ্চিত হওয়া গেলেও নায়িকা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘আন্ধার’-এর নায়িকা হিসেবে আছেন অভিনেত্রী নাজিফা তুষি। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় সিয়াম ও তুষি জুটি বাঁধতে যাচ্ছেন।

তুষি এর আগে ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবিতে অভিনয় করে নজর কাড়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন ওটিটি সিরিজে যেমন ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন। রায়হান রাফীর পরিচালনায় ‘ডার্ক সাইড অব ঢাকা’-তেও তাকে দেখা গেছে।

নাজিফা তুষি ‘আন্ধার’ নিয়ে বলেন, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না, আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। আপাতত কিছু বলতে পারব না, যা বলার আছে তা টিম এবং পরিচালক বলবেন।’

রায়হান রাফী ও সিয়াম আগে একসঙ্গে কাজ করেছেন ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এ। ‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তির জন্য কোনো ঈদ মৌসুমের অপেক্ষা করবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুসরাত ফারিয়ার কষ্ট ও পুনরুদ্ধারের গল্প
নুসরাত ফারিয়ার কষ্ট ও পুনরুদ্ধারের গল্প
‘মুজিব' সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন
‘মুজিব' সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন
১৯ বছর পর ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’