• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাহফুজা খাতুন (৪৫) নামে আরও নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের শিক্ষিকা ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর পৌনে ১ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষিকা মাহফুজা শ্বাসনালীসহ শরীরের ২৫শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি আছে ২৩ জন। এ ছাড়া ১৪ জনকে ছুটি দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা