সকালে গ্রেপ্তার, দুপুরেই জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন


দেশের পরিচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করে। তবে দুপুরেই তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মামুনের ঘনিষ্ঠজন লায়লা আখতার ফারহাদ বলেন, “মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্যি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত না। ওর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।”
প্রসঙ্গত, গত বছর জুন মাসে লায়লা আখতার ফারহাদ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায়ও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাইব্যুনাল ওই মামলা খারিজ করে দেয়।
এছাড়াও, লায়লা আখতার প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন।
তবে গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম ওই মামলার আবেদন খারিজ করে দেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, “সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। ওই অধ্যাদেশে মামলার অভিযোগ সংশ্লিষ্ট কোনো ধারা না থাকায় আদালত আবেদন খারিজ করেছেন।”
ভিওডি বাংলা/জা