• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিস সেন্টার উন্নয়ন সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৭:১৫ পি.এম.

চট্টগ্রাম বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী পূণাঙ্গ সার্ভিস সেন্টার কর্তৃক মাসিক সমন্বয় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জোন-২ বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইভিপি ও ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর জিএম আজগর হোসাইনের সঞ্চালনায় পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ কক্সবাজার কর্পোরেট জোন, প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড খোরশেদুল আলম চৌধুরী।

সভায় প্রধান অতিথি বীমা'র প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, জীবন এক অনিশ্চয়তার মাঝে প্রবাহমান। জীবনের প্রায় সকল ক্ষেত্রে ঝুঁকি বিরাজমান। ঝুঁকি যেন সারাক্ষণ আমাদের ছায়ার মতো অনুসরণ করে চলেছে। এই ঝুঁকিকে ভয় না পেয়ে আমাদের ঝুঁকি মোকাবেলা করতে হবে। আমাদের প্রয়োজন বীমা। জীবন চলারপথে এসব নানান রকম ঝুঁকি মোকাবেলার জন্যই বীমা হচ্ছে এক চমৎকার এবং অভিনব পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তিগত ঝুঁকি হোক কিংবা ব্যবসায়িক ঝুঁকি- প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা কোম্পানির নিকট সেই ঝুঁকি হস্তান্তর করা সম্ভব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম ২ ও ৯ এর ইভিপি এন্ড ইনচার্জ জাহাঙ্গীর আলম, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী গুনাগরী সাংগঠনিক অফিসের জিএম এন্ড ইনচার্জ মোহামম্মদ ইউসুপ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম মোহাম্মদ ইদ্রিস ও সকল জিএম, এজিএম, বিএমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে ফ্রি লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক
কুমারখালীতে ফ্রি লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক
কিশোরগঞ্জের মানুষ তরুণ নেতৃত্বকে বেছে নিবে - আবু হানিফ
কিশোরগঞ্জের মানুষ তরুণ নেতৃত্বকে বেছে নিবে - আবু হানিফ
সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার