• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আড়াই কোটি টাকার ফ্ল্যাট নিয়ে গুঞ্জন, দেবচন্দ্রিমার প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ১০:০৯ পি.এম.
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় সবসময়ই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবন—সবকিছু নিয়েই তাঁর ভক্ত ও সংবাদমাধ্যমের নজর থাকে। সম্প্রতি আড়াই কোটি টাকার ফ্ল্যাট মালিকানা সংক্রান্ত গুঞ্জন ব্যাপকভাবে ভাইরাল হওয়ায়, দেবচন্দ্রিমা অবশেষে নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেবচন্দ্রিমা বলেন, “আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এত কোটি টাকা আমি কখনো দেখিনি। যদি আমি সত্যিই কিছু করতাম, তবে কেন তা লুকাতাম? নিজের সাফল্য লুকানোর কোনো কারণ নেই।”

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়

তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়। তবে তিনি এসব ট্রোলিং বা নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়া দিতে রাজি নন। বরং নিজের সংগ্রাম ও পরিশ্রমের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি তিলে তিলে নিজের জায়গা তৈরি করেছি। হতে পারে অনেক দিন না খেয়ে কাটিয়েছি, তিন বছর কোথাও ঘুরতে যাইনি। জীবনের অনেক কিছু ছেড়ে আজ আমি এই অবস্থানে পৌঁছেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি, তা কেন সমস্যার বিষয় হবে? নিজের সাফল্য লুকানোর দরকার নেই।”

দেবচন্দ্রিমা সম্প্রতি তার নতুন উদ্যোগও শুরু করেছেন। তার মা ও বোনের সহযোগিতায় তিনি নতুন শাড়ির ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া অভিনেত্রী ওয়েব সিরিজেও সক্রিয়। তার নতুন ওয়েব সিরিজ ‘তোমাকে বুঝি না প্রিয়’ আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়

এছাড়া পেশাদার জীবনে দেবচন্দ্রিমা সবসময়ই নতুন চ্যালেঞ্জ নেন। ফ্ল্যাটের গুঞ্জন নিয়ে মন্তব্যের পাশাপাশি তিনি নিজের কেরিয়ার, ব্যবসা এবং ব্যক্তিগত সংগ্রামের গল্পও খুলে বলেছেন, যা ভক্তদের জন্য প্রেরণার উৎস।

দর্শক এবং অনুরাগীরা এখনও তার প্রতিটি পদক্ষেপ মনোযোগ দিয়ে দেখছেন, আর নতুন সিরিজ, ব্যবসা এবং পেশাদার কর্মকাণ্ড নিয়ে তার প্রতিটি আপডেট নিয়ে উৎসাহে রয়েছেন। দেবচন্দ্রিমা স্পষ্ট করে দেখিয়েছেন, নিজের পরিশ্রম ও দক্ষতাকে ধীরে ধীরে মূল্যায়ন করা সবচেয়ে বড় অর্জন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুসরাত ফারিয়ার কষ্ট ও পুনরুদ্ধারের গল্প
নুসরাত ফারিয়ার কষ্ট ও পুনরুদ্ধারের গল্প
‘মুজিব' সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন
‘মুজিব' সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন
১৯ বছর পর ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’