• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ১২:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংগঠনের বর্তমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে ১০ থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হবে। এই কমিটি অস্থায়ীভাবে সংগঠনের সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কমিটি গঠনের পূর্বে কেউ যদি পূর্ববর্তী পদ বা পদবী ব্যবহার করে থাকে অথবা তা ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করে, তার দায়ভার সম্পূর্ণ ব্যক্তিগত হবে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না।

সংগঠন সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে, যাতে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই