• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন পর্যটন এলাকায় আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক।

ঘটনাগুলো ঘটেছে গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বাজৌর জেলায়। স্থানীয় গণমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

জিবি সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফারাক জানান, ঘিজারের খালথি উপত্যকায় ভূমিধসে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং অর্ধডজনেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ডায়ামের বনার এলাকায় এক ভাই-বোন প্রবল স্রোতে ভেসে গেছেন। একই প্রদেশের বাবুসর সড়কে ভূমিধসে আহত হয়েছে এক শিশু।

বন্যা ও ভূমিধসে ইয়াসিন থোই, থোর, আস্তোর উপত্যকাসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর, বিদ্যালয়, পানির ট্যাংক ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে কোহিস্তানের করাকোরাম মহাসড়কের একটি সেতু, ফলে জিবির সঙ্গে দেশের অন্যান্য অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জিবি সরকার দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও রেসকিউ ১১২২-কে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফারাক বলেন, ‘এটি গিলগিট-বালতিস্তানের জন্য কঠিন সময়। সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।’

অন্যদিকে, আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) মুজাফফরাবাদের নাসিরাবাদে মেঘভাঙা বৃষ্টিতে একটি পরিবারের ছয়জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ে এবং বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বাগ জেলার সামাহনি নালায় পর্যটকবাহী একটি গাড়ি ভেসে গেলেও যাত্রীদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এজেকে প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও আবাসনের নির্দেশ দিয়েছেন। জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

পরিস্থিতির অবনতি ও ঝুঁকি বিবেচনায় ১৫ ও ১৬ আগস্ট এজেকের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এজেকের তথ্যমন্ত্রী মাজহার সাঈদ জানান, নীলম ভ্যালির রাত্তি গালি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে সড়কের একটি অংশ ধসে পড়ে অন্তত ৭০০ পর্যটক আটকা পড়েছেন, যাদের মধ্যে ৩০০-এরও বেশি নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযান চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত