১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে মাদারীপুরে আটক ৩


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে গণভোজ চলাকালে তিন নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১২ টার দিকে মাদারীপুর পৌর এলাকার ইটেরপুল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান ও বাদল শিকদার।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠুর বাড়িতে দোয়া ও গণভোজনের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে সেখানে গণভোজ খাওয়া অবস্থায় তিন জনকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ সেখানে তারা কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তাদের সেখান থেকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/ এমএইচ