• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

আখাউড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা মামলার প্রতিবাদে আজ সকাল ১০টায় আখাউড়া পৌর মুক্ত মঞ্চের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনের আয়োজন করে আখাউড়া প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি। প্রখ্যাত দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার , মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই ব্যতিক্রমী কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতা এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা মামলাগুলোকে ‘সাংবাদিক নির্যাতনের নিকৃষ্ট উদাহরণ’ বলে অভিহিত করেন এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, “যদি সাংবাদিকরা সত্য প্রকাশ করতে না পারে, তাহলে সাধারণ মানুষের দুর্নীতির অভিজ্ঞতা কে সামনে আনবে?” তাদের অভিযোগ, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে দীর্ঘদিন ধরে ঘুষ ও হয়রানির ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি ওই অনিয়মের তথ্য প্রকাশ্যে আনায় প্রতিবাদস্বরূপ দুই সাংবাদিককে মামলার মাধ্যমে হেনস্তা করা হয়েছে। তারা এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন।

মানববন্ধনে উপস্থাপিত প্রধান দাবিগুলো হলো:

১. দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা ও দায়ি দুই দুর্নীতিবাজ ওসির দ্রুত প্রত্যাহার করা।
২. সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা।
৩. ইমিগ্রেশন চেকপোস্টের দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি না মানলে ভবিষ্যতে আরও বৃহৎ কর্মসূচিসহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। মানববন্ধন শেষে উপস্থিত সবাই সাংবাদিকদের পাশে থাকার ঘোষণা দিয়ে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এই ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা এবং সুরক্ষার বিষয়টি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অবিচল থেকে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই ধরনের হয়রানিমূলক মামলা তাদের কাজের পথে বড় বাধা সৃষ্টি করছে। সাংবাদিকতা পেশায় এই ধরনের চাপ থাকা সত্ত্বেও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাঁশখালীতে বাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭
জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭