বাঁশখালীতে বাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারার পূর্ব বড়ঘোনা এলাকায় মামলার হাজিরা দিয়ে বাড়িতে ফেরার পথে মোজাহের আহমদ নামে মামলার বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাত ৮টার দিকে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭নং ওয়ার্ডে দরাপ আলী সিকদার পাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পরিবারের অভিযোগ, মামলা করায় তাকে পিটিয়ে হত্যা করেছে আসামিদের স্বজনরা।
নিহত মোজাহের আহমদ (৪৮) ঐ এলাকার শের আলীর পুত্র।
নিহত মোজাহের আহমদ এর ছোট ভাই মোঃ জহির বলেন, বিগত ৫-৬ মাস পূর্ব আমার বড় ভাই নিহত মোজাহেরর পুত্র শাকিলকে মারধর করে স্থানীয় আলী আকবরের ছেলে দেলোয়ার। এ ঘটনায় আমার ভাই বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলা তুলে না নেওয়ায় গত (৯ মে) শুক্রবার বিকাল ৩ টায় দেলোয়ারের নেতৃত্বে আমাদের বাড়ি ঘরে দিন দুপুরে আগুন লাগিয়ে দিয়ে ছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় সাইমন, আব্দুর রহমান ও নাছির উদ্দীন আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছেন। বৃহস্পতিবার উক্ত মামলায় জেলা ও দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল, শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে আদালত, উক্ত মামলার দিনের কার্যক্রম শেষ করে আমি ও আমার বড় ভাই মোজাহের বাড়ির উদ্দেশ্য রওয়া দিয়ে আমি জলদী বাসায় চলে আসি আর আমার বড় ভাই বাড়িতে চলে যাওয়ার সময় আমাদের বাড়ির সামান্য দক্ষিণে পৌঁছলে আমার ভাইকে পূর্ব থেকে উৎপেতে থাকা আসামী পক্ষের স্বজনরা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, পূর্ব বড়ঘোনা এলাকায় পূর্বেশত্রুতার জেরে একজনকে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরবর্তী ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ