• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট

তালা প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি সবই পানিতে তলিয়ে রয়েছে। চরমে পৌঁছেছে বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই জলাবদ্ধতার কারণে এবার দেখা দিয়েছে এক ভয়াবহ সমস্যা- মরদেহ দাফনে চরম সংকট।

শুত্রুবার (১৫ আগস্ট) দুপুরে তালার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামের মরহুম আব্দুস সোহবান শেখের মৃত্যুর পর তাকে পৈতৃক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু কবরস্থান পুরোপুরি পানিতে তলিয়ে থাকায় মরদেহ দাফন করা সম্ভব হচ্ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বজনরা বিকল্প হিসেবে ডুমুরিয়া উপজেলার আরশ নগরে মামার বাড়িতে দাফনের প্রস্তাব দেন। তবে মরহুমের বড় ছেলে ডা. সহিদুল ইসলাম তা নাকচ করে দেন। শেষ পর্যন্ত পানির মধ্যেই বালির বস্তা দিয়ে চারপাশ ঘিরে কবর খুঁড়ে দাফন করা হয়েছে।

মজিবার রহমান শেখ বলেন, তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন ধ্বংস করে দিয়েছে। সাংবাদিক, এনজিওরা আসেন, কথা বলেন, কিন্তু সমাধান কিছুই হয় না। কৃষিকাজ বন্ধ, কাজ নেই, ঘর থেকেও বের হতে পারি না।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। পানির গতি বাড়াতে বিভিন্ন খালের মুখে থাকা নেটপাটা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। তবে কেশবপুরের উজানের পানি না সরালে আশপাশের আরও ১০টি গ্রাম স্থায়ী জলাবদ্ধতায় পড়বে। নোয়াপাড়া খাল দিয়ে কিছু পানি সরানো গেলেও নরনিয়া খাল ও ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বড় বাধা সৃষ্টি হয়েছে। ভদ্রা নদী খনন করলেই স্থায়ী সমাধান সম্ভব।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, জলাবদ্ধতা উপজেলার অন্যতম প্রধান সমস্যা। ইতোমধ্যে কয়েকটি খালের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। আমি নিজেও একাধিকবার এলাকা পরিদর্শন করেছি। দ্রুত পানি অপসারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই