• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

উৎসবমুখর নির্বাচন দেখতে চান ফারুক ই আজম

চট্টগ্রাম প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ১০:০৫ পি.এম.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ছবি-সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘সাংঘাতিক রকমের উৎসবমুখর’ দেখতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় তিনি বলেন, “অনেকে নির্বাচনের কথা বলছে। অনিবার্যভাবে নির্বাচন হবে। আমরা একটা সাংঘাতিক রকমের উৎসবমুখর নির্বাচন দেখতে চাই। সব মানুষ সম্মিলিতভাবে ভোট দিয়ে নির্বাচনকে সফল করবে। ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিলে দেশে জনগণের মালিকানা নিশ্চিত করতে পারে।

ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূতির দিন ৫ অগাস্ট আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরপর নির্বাচন কমিশনের প্রস্তুতি আরও গতি পেয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছে নির্বাচন কমিশন।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে উপদেষ্টা বলেন, সেরকম একটা সন্ধিক্ষণের দিকে জাতি এগিয়ে যাচ্ছে। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। অন্যের মতের প্রতি যেন আমরা সম্মান জানাতে পারি। কোন অবস্থাতেই যেন আমরা এই সুযোগটা না হারাই। আমাদের উঠে দাঁড়াতে হলে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এটা প্রয়োজন।

উপদেষ্টার মতে, এটা একটা যুদ্ধের মত পরিস্থিতি। আমরা যেমন একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি। এখনও সেরকম একটা সময় অতিক্রম করছি। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি।

সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দীন আহমেদ এর স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক।

তিনি বলেন, যুদ্ধ পরবর্তী বাংলাদেশ আমাদের কারোই মন মত বাংলাদেশ হয়নি। যুদ্ধকালীন সময়ে এটা অনেকেই আমরা ধারণা করতে পেরেছিলাম যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়ত আমাদের আরো দীর্ঘ সময় অধিকার অর্জনের সংগ্রামে ব্যপ্ত থাকতে হবে।”

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত স্মরণ সভায় জিয়াউদ্দীন আহমেদের জীবনের নানান বিষয় ও মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আলোকপাত করেন মুক্তিযোদ্ধারা ও পরিবারের সদস্যরা।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শমী কায়সার ২ মামলায় জামিনে কারামুক্ত
শমী কায়সার ২ মামলায় জামিনে কারামুক্ত
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা–সম্মানী বাড়ল
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা–সম্মানী বাড়ল
দুদক সংস্কার আইন প্রণয়ন প্রক্রিয়া চলছে : আইন উপদেষ্টা
দুদক সংস্কার আইন প্রণয়ন প্রক্রিয়া চলছে : আইন উপদেষ্টা