পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫০ ছাড়িয়েছে


পাকিস্তানে অতিভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ ও বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের, বাজাউর ও বাটগ্রাম অঞ্চল।
শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। গিলগিট বালতিস্তানে নিহত হয়েছেন ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে প্রাণ হারিয়েছেন আরও ১৯ জন।
বিপর্যস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দু’জন পাইলটসহ মোট পাঁচজন মারা গেছেন বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, সারা দেশে মোট ২৮ জন আহত হয়েছেন এবং ১১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাইবার পাখতুনখোয়া: ৩৪টি বাড়ি আংশিকভাবে এবং ১৪টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
গিলগিট বালতিস্তান: ১৪টি বাড়ি আংশিক এবং তিনটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত।
আজাদ কাশ্মীর: ২৩টি বাড়ি আংশিক এবং ২৮টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, অনেক এলাকায় বন্যার পানি বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। একইসঙ্গে বহু অঞ্চলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় মোবাইল সেবাও বিঘ্নিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা