• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদরাসার আবাসিক থেকে ২ ছাত্রীর মরদেহ উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে তানিয়া আক্তার (১২) এবং বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে মাদরাসার আবাসিক ভবনে ঘুমিয়ে পড়ে ছাত্রীরা। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। বিষয়টি টের পেয়ে মাদরাসায় দায়িত্বরত শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও পরিবারের সদস্যদের খবর দেন।

শনিবার (১৬ আগস্ট) ভোরে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যেই তানিয়াও মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলিম উদ্দিন জানান, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বাম পায়ের গোড়ালিতে ক্ষতের চিহ্ন ছিল। জামিলার শরীরে তেমন কোনো বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়া বা সাপের কামড় থেকে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬
ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা