• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ করেছেন বিএনপি নেতারা

টাঙ্গাইল প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইল শহরের গোরস্থান নামক স্থানে আজ (১৬ আগস্ট) বেবীটেক্সি স্ট্যান্ডে সিএনজি, অটোরিকশা ও রিকশাচালক শ্রমিক ভাইদের মাঝে ধানের শীষ প্রতীকসংবলিত গেঞ্জি বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা শ্রমিক দল। 

ধানের শীষের কান্ডারি, টাঙ্গাইল সদর-৫ আসনের শ্রমবান্ধব জনপ্রিয় নেতা আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষ থেকে এই গেঞ্জি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জনতার মেয়র মাহমুদুল হক সানু ভাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর), জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ কাফী শাহেদ, জেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্বপ্রাপ্ত জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও আ হালিম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান নজরুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা ও সৈয়দ শাতিল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য সাব্বির রতন, শ্রমিক দল নেতা ভাসানী, মুন্না, শামীম, কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘শ্রমিক ভাইদের পাশে থাকাই বিএনপির আদর্শ। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬
ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা