• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরিশালে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল

বরিশাল প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১২:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৫ আগস্ট) দলীয় কার্যালয়ের সামনে আছর বাদ মহানগর বিএনপি, বিকালে ৬টায় অশ্বিনীকুমার টাউন হল মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ারের ও সাড়ে ৪ টার দিকে আসমত আলী খান ইনস্টিটিউট (একে স্কুল) এর অডিটোরিয়ামে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব  শহিদুল ইসলামসহ মহানগরের নেতৃবৃন্দ। 

অপরদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলিসহ সাবেক নেতৃবৃন্দ। 

এছাড়া বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য মাস্টার সিরাজুল হক প্রমুখ।

দোয়া মাহফিলে  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে মুরগি নিয়ে বিপাকে তরুণ উদ্যোক্তা
রাজবাড়ীতে মুরগি নিয়ে বিপাকে তরুণ উদ্যোক্তা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন
রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ
রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ