• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে মিলল ৩ লাশ

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৬:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

তিনি আরও বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ই ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

ওসি আরও বলেন, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু
গুলশানে শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়
গুলশানে শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়
ঢাকায় স্বামীর ওপর অভিমানে নারীর ‘আত্মহত্যা’
ঢাকায় স্বামীর ওপর অভিমানে নারীর ‘আত্মহত্যা’