• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রার আড়ালে মিছিল করেছে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ইসকন। কর্মসূচি থেকে অ্যাডভোকেট আলীফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়েছে। এ সময় চিন্ময়ের ছবিসম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয়। মিছিল শেষে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে শোভাযাত্রা বের করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শোভাযাত্রাটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, দেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু শুভ বুদ্ধির উদয় আমাদের এক করেছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ আছি। এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবার। সবাই সমান অধিকার নিয়ে এ দেশে শান্তিতে মিলেমিশে বসবাস করবে।

সমাবেশ শেষে বের হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির একটি অংশে দেখা যায় ইসকন সমর্থকদের। ভিড়ের মধ্যে মিশে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন তারা। এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বেশ কিছু ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয়। ব্যানারে বড় করে লেখা ছিল ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’। নিচে লেখা ছিল ‘রাম সেবক’। সামনের সারিতে কয়েকজন যুবক থাকলেও পেছনে কয়েকজন নারী ব্যানারটি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন।

তবে মিছিলটি আন্দরকিল্লা মোড়ের শাহী জামে মসজিদের সামনে পৌঁছলে কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা তাদের থামিয়ে দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ইসকন সদস্যরা বলতে থাকেন, তাদের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কে অনুমতি দিয়েছে তা জানাতে পারেননি তারা। পরে চিন্ময়ের ছবি নামিয়ে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিল করেন তারা।

শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক হিন্দু ধর্মীয় নেতা জানান, রাম সেবক নামের আলাদা একটি সংগঠনের ব্যানার ব্যবহার করলেও চিন্ময়ের মুক্তির দাবিতে বের হওয়া মিছিলে মূলত ইসকনের নেতাকর্মীরাই ছিলেন।

এদিকে রাম সেবক লেখা ওই ছবিসহ ছয় জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানায় তাদের নেওয়া হয়েছে বলে জানা গেছে। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম আমার দেশকে জানান, শোভাযাত্রায় প্ল্যাকার্ড বহন করায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ছেড়ে দেওয়া হতে পারে।

কোতোয়ালি জোনের অ্যাসিসট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান বলেন, সন্দেহ হওয়ায় আমরা ছয়জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে জানতে ইসকনের জনসংযোগ কর্মকর্তা হৃষীকেশ গৌরাঙ্গ দাশকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এমনকি এসএমএস দিয়েও সাড়া মেলেনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই