• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে যুবদলের আয়োজনে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

গৌরীপুর প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব গৌরীপুর উপজেলার কালিপুর দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা ও উপজেলা, পৌর যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজনের সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মৃধা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম কামাল, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক মানিক, উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল, যুবনেতা ডাঃ মোঃ শাহজাহান এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রউফ মেম্বার, কৃষকদল নেতা ডাঃ শওকত উছমান, মাসুদ মেম্বার, নাজমুল, এমদাদুল হক, মোস্তাকিম বেগসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
মানিকছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা
মানিকছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা