• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে: আলাল

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল -ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভেদ ও বিতর্ক। মতভেদ না থাকলে সমাজ এক ধরনের স্থবিরতায় পরিণত হয়। তবে এ বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন,  ‘জাতীয় স্বার্থের জায়গায় আমাদের সবাইকে দৃঢ় থাকতে হবে-যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে। এ বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে অভিন্ন অবস্থান রয়েছে। এজন্যই জাতীয় ঐক্যের একটি মঞ্চ ইতোমধ্যে গড়ে উঠেছে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কী পদ্ধতিতে হবে, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় এখন নয়। বরং আগে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কাঠামো গড়ে তোলা উচিত। পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন, তারা সেই কাঠামোর ভিত্তিতে পদ্ধতি নির্ধারণ করতে পারবেন। এতে রাজনৈতিক কুয়াশা অনেকটা কেটে যাবে। গো ধরে বসে থাকলে লাভ হবে না আমাদের-লাভ হবে দাদাদের ও দিদিদের।’

বর্তমান সময়ে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হিসেবে তিনি মুক্ত গণমাধ্যমের কথা উল্লেখ করেন। আলাল বলেন, ‘এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না। কেউ বলে না, ‘এই খবর প্রচার করা যাবে না’ কিংবা ‘ওই খবরটা বারবার প্রচার করতে হবে।’ এটি গণমাধ্যমের স্বাধীনতার একটি ইতিবাচক দিক।’

নিজ দলের বক্তব্য প্রসঙ্গে আলাল বলেন, ‘বক্তব্যে প্রায়ই শোনা যায়, ‘আপনারা যদি সংশোধন না হন।’ কিন্তু আমি বলি, ‘আমরা যদি সংশোধন না হই।’ কারণ, আপনারা আর আমরা মিলে হচ্ছে ‘আমরা’। যতক্ষণ পর্যন্ত এই ‘আমরা’-এর বোধ তৈরি না হবে, ততক্ষণ দলগত বিভাজন থেকে কোনো কল্যাণ আসবে না।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম