• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভালো থাকতে নিজেকে বদলান

লাইফস্টাইল    ১৭ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বেশিরভাগ মানুষই তাদের বর্তমান জীবন নিয়ে অসন্তুষ্ট। প্রায় সবাই মনে করে-জীবনটা আরও সুন্দর হতে পারত। কিন্তু বাস্তবে তারা খুব কমই নিজেদের বদলানোর চেষ্টা করেন। অথচ সত্যি বলতে, জীবনকে সুন্দর করে তোলার চাবিকাঠি আমাদের নিজের হাতেই।

আপনি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান, তাহলে দরকার জীবনের প্রতিটি স্তরে ধীরে ধীরে ইতিবাচক কিছু পরিবর্তন আনা। শুরুটা করতে হবে নিজের বদ অভ্যাসগুলোকে বাদ দিয়ে, গড়ে তুলতে হবে নতুন কিছু ভালো অভ্যাস।

জীবন ছোট হলেও এর প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আর আমরা সবাই চাই আমাদের জীবনটা হোক সুখী, সার্থক ও উপভোগ্য। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু ছোট ছোট অভ্যাস সম্পর্কে জানব, যা আপনাকে আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করবে।

চলুন জেনে নিই কিছু ইতিবাচক অভ্যাস-

নিজের যত্ন নিন: প্রতিদিন সকালে একটু বাড়তি যত্ন নিয়ে নিজেকে প্রস্তুত করুন। পরুন পরিষ্কার ও মানানসই পোশাক, ব্যবহার করুন প্রিয় পারফিউম। এতে মন ভালো থাকবে, আত্মবিশ্বাসও বাড়বে।

হাসিমুখে কথা বলুন: হাসিমুখে কথা বলার জন্য কোনো বাড়তি পরিশ্রম লাগে না, বরং এতে আপনি আরও আকর্ষণীয় ও আত্মিকভাবে কাছের হয়ে ওঠেন। এতে সম্পর্ক ভালো হয়, মানুষ আপনাকে সহজেই আপন করে নেয়।

 সমালোচনা নয়, প্রশংসা করুন: কেউ নতুন পোশাক পরলে বা কোনো কাজের ফিডব্যাক চাইলে, চেষ্টা করুন আন্তরিকভাবে প্রশংসা করতে। আপনার একটি ভালো মন্তব্য হয়তো তাকে আরও উৎসাহিত করবে সামনে এগিয়ে যেতে।

ভালো শ্রোতা হোন: শুধু নিজের কথা বললেই হয় না। অন্যের কথা মন দিয়ে শোনা অভ্যাস করুন। এতে সম্পর্ক যেমন দৃঢ় হবে, তেমনি আপনি শিখতেও পারবেন অনেক কিছু।

ধন্যবাদ জানাতে ভুলবেন না: ছোট ছোট কাজেও "ধন্যবাদ" বলুন। বাড়িতে, অফিসে, রাস্তায়—যে-ই আপনার জন্য কিছু করছেন, তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান। এতে নিজের মনও ভালো থাকবে, আশপাশের পরিবেশও বদলে যাবে।

হালকা ব্যায়াম করুন: সময় না থাকলেও অন্তত রাতে কিছুটা সময় বের করুন হাঁটার জন্য। হেডফোনে প্রিয় গান চালিয়ে নিন, দেখবেন শরীর ও মন-দু’টোই চাঙা লাগছে।

নিজের নিয়ন্ত্রণে যা আছে, তা নিয়েই ভালো থাকুন: সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না। কিন্তু যেটুকু আমাদের নিয়ন্ত্রণে থাকে, সেটুকু যত্ন নিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। ইচ্ছাশক্তিই এখানে সবচেয়ে বড় শক্তি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম