রাজবাড়ীতে মুরগি নিয়ে বিপাকে তরুণ উদ্যোক্তা


রাজবাড়ীতে মুরগি ব্যবসা ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনায় বিপাকে পড়েছেন তরুণ উদ্যোক্তা রাহুল মিয়া। সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কইডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান মিয়ার ছেলে রাহুল স্থানীয়ভাবে খামার গড়ে ব্যবসা শুরু করলেও তা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আরেক ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের সঙ্গে।
স্থানীয় সূত্র জানায়, গত জুলাই মাসে বারলাহুরিয়া গ্রামের নাজমুল হাসান রানা খামারের দুই হাজার মুরগি বিক্রির সিদ্ধান্ত নেন। দরদাম শেষে রাহুল মিয়া তিন লাখ পনেরো হাজার টাকায় মুরগির বাচ্চাগুলো কিনে নেন। শর্ত ছিল মুরগিগুলো রানার খামারেই লালন-পালন করা হবে। এ বিষয়ে তিনশ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্রও সম্পাদিত হয়। এরপর থেকেই রাহুল খামারে লোকজন নিয়োগ দিয়ে মুরগি পালন শুরু করেন।
কিন্তু এরই মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ১৬ আগস্ট দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার ব্যবসায়ী সজিব শেখ (৩২) ২০–২৫ জন লোক নিয়ে খামারে প্রবেশ করে জোরপূর্বক প্রায় ১ হাজার ৪০০ মুরগি নিয়ে যান। স্থানীয়রা বাধা দিলে তাদেরও হুমকির মুখে পড়তে হয়। রাহুল দাবি করেন, মুরগিগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।
তরুণ উদ্যোক্তা রাহুল মিয়া বলেন, “আমি গত ১৭ জুলাই মুরগি কিনেছি। কিনে আনার পর থেকেই আমি লালন-পালন করছি। অথচ সজিব শেখ লোকজন নিয়ে এসে জোর করে ১৪শ মুরগি নিয়ে গেছে। বাধা দিলে আমাদের মারধরের হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
নাজমুল রানার চাচাতো ভাই ওয়াসিম মোল্লা জানান, “রানা বিদেশ যাওয়ার আগে সব মুরগি বিক্রি করে গেছে। আমরা এলাকার সবাই বিষয়টা জানি। রানা বিদেশে যাওয়ার দিনই সজিব লোকজন নিয়ে এসে মুরগি নিয়ে যায়।”
তবে অভিযুক্ত ব্যবসায়ী সজিব শেখ ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “নাজমুলের কাছে আমার ১৬ লাখ টাকা পাওনা ছিল। সে টাকা না দেওয়ায় আমি মামলা করি। কিছুদিন আগে নাজমুল ফেসবুকে ঘোষণা দেয়, তার খামারের ঘর ও মুরগি বিক্রি করবে। তখন আমি ৯ লাখ টাকা দিয়ে ঘর ও দুই হাজার মুরগি কিনি। গত ১৪ আগস্ট এফিডেভিটের মাধ্যমে ক্রয় চুক্তিও হয়েছে। তাই ১৬ আগস্ট মুরগি আনতে গেলে রাহুলরা বাধা দেয়। আমি থানায় লিখিত অভিযোগও করেছি।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, “বিষয়টি যাচাই না করে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, নাজমুল হাসান রানা বিদেশ যাওয়ার আগে দুই পক্ষের কাছেই মুরগি বিক্রি করায় দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। এখন আদালত বা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।
ভিওডি বাংলা/ এমএইচ