• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে ছাত্রলীগের সহসভাপতি ইকবাল গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনি থেকে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজি মামলাও রয়েছে। গ্রেপ্তার ইকবাল একই এলাকার মো. জুলফিকার আলী সরদারের ছেলে।

রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামে অভিযান চালিয়ে তার নিজবাড়ি থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। 

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, একমাস আগে কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন।
 
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই