সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আগামী ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দল উপজেলা, পৌর ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে সারিয়াকান্দি পৌর বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলেব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বজলুল করিম টোটন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান শাকিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জান শোভন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উপজেলা আল আমিন আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রোকনুজ্জামান জিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রিয়ংক সাহা শুভ, শাহজালাল শেখ প্রমুখ।
একইদিন পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর স্বেচ্ছাসেবকদল নেতা মাহমুদ ফায়াজী হান্নান এর সভাপতিত্বে ও মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম রানা ও মেহেদী হাসান সুবেল। এসময় পৌর প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ