• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১ হাজার ৭৬০ আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

৮৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার প্রণীত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কর্মকর্তারা জানান, জমা পড়া আবেদনগুলোর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে এসেছে সর্বাধিক ৬৮৩টি, আর রংপুর অঞ্চলে সর্বনিম্ন সাতটি। একক আসন হিসেবে সবচেয়ে বেশি ৩৬২টি আবেদন জমা পড়েছে কুমিল্লা-১ আসন থেকে। পিরোজপুর-১, ২ ও ৩ আসন থেকে জমা পড়েছে ২৮৭টি এবং সিরাজগঞ্জ-৫ ও ৬ আসনে জমা পড়েছে ২২০টি আবেদন। ঢাকার মধ্যে সর্বাধিক ৭৯টি আবেদন এসেছে ঢাকা-২ আসন থেকে।

গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। ভোটার সংখ্যার ভারসাম্য রক্ষায় খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়।

খসড়ায় পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এর মধ্যে রয়েছে—পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরিয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

আপত্তি জানাতে প্রার্থীদের ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে জমা পড়া আবেদনগুলো শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

বাগেরহাটে আগে চারটি আসন ছিল—বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতলমারি), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা)। নতুন প্রস্তাবে বাগেরহাট-১ অপরিবর্তিত রাখা হলেও সদর, কচুয়া ও রামপালকে বাগেরহাট-২ এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলাকে বাগেরহাট-৩ আসন করার প্রস্তাব দেওয়া হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এই হিসেবে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে, আর বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। দুই জেলাতেই ভারসাম্য রক্ষা হয়েছে। সারাদেশে মোট ৩৯টি আসনে সমন্বয় করা হয়েছে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ