থানায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে স্থানীয় কৃষ্ণপুর থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়।
এর আগে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেনকে গ্রেপ্তারের সময় আদালতে নেওয়ার সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনিরকে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, মনির হোসেনের বিরুদ্ধে কসবা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শনিবার (১৬ আগস্ট) সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে যাওয়ার সময় এয়ারপোর্ট থানার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে কসবা থানায় পাঠায়।
মনিরকে আদালতে নিয়ে যাওয়ার সময় কসবা থানা প্রাঙ্গণে উপস্থিত রুহুল আমিন ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভিওডি বাংলা/ আরিফ