• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজবাড়ীতে প্রাইভেটকারসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০১:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম খান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলী পাড়ার আব্দুর রব খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ি থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

ভুক্তভোগী আবু হানিফ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৫ মে দুপুরে রাজবাড়ী সদরের আলাদীপুর থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটের কাছে কয়েকজন যুবক তার রিকশার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে মাদক রাখার অভিযোগ তুলে অস্ত্র ঠেকিয়ে তাকে একটি প্রাইভেটকারে তুলে নেয়।

পরে তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ব্যাংক থেকে তোলা ১ লাখ টাকা এবং মানিব্যাগে থাকা আরও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শহিদওহাবপুর আখ সেন্টারের পাশে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় আবু হানিফ গত ৮ মে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে সোমবার গ্রেপ্তার সেলিম খান আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি