• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রেজার নতুন গান ‘ভাঙা মন’

বিনোদন প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পি.এম.

বাউলা বাতাসে'র রেশ না কাটতেই প্রকাশিত হলো রেজা করিমের নতুন গান 'ভাঙা মন'। বরাবরের মতই কণ্ঠ দেওয়ার পাশাপাশি নতুন এই গান লেখা ও তাতে সুরারোপ করেছেন শিল্পী নিজেই। মিউজিক আর্ট থেকে প্রকাশিত গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী ও সংগীত পরিচালক শান সায়েক। 

'ভাঙা মন' গানটি তৈরির পেছনে মূল কাজটা করেছেন ঘুড়িখ্যাত জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান। মূলত তার অনুপ্রেরণাতেই গানটি করা সম্ভব হয়েছে বলে জানান শিল্পী রেজা করিম।

তিনি বলেন, লুৎফর ভাই তাগাদা না দিলে গানটি হয়তো তৈরিই হতো না। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আর শান সায়েক খুব সাধারণভাবে অসাধারণ শ্রুতিমধুর সংগীত আয়োজন করেছেন যা গানটিকে সমৃদ্ধ করেছে। আশা করছি, গানটি সবার ভাল লাগবে। 

'ভাঙা মন' নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লুৎফর হাসান বলেন,'ভাঙা মন' গানটা আমি গাইতে পারলে আমার ভালো লাগতো। একজন কণ্ঠশিল্পী হিসেবে এই লোভ আমার আজীবন থেকে যাবে। এর কারণ, এই গানের কথা ও সুর। ‘ভাঙা মন’ এক অসাধারণ গান, যা যেকোনো শ্রোতাকে আলোড়িত করবে। আমার বন্ধু শান সায়েকের সঙ্গীত আর রেজা করিমের নিজের লেখা, সুরে তার গায়কী এক অসামান্য সমন্বয়। এই গান ধীরে ধীরে তার নিজস্ব গন্তব্যে পৌঁছে যাক।

ভাঙা মন'র সংগীত পরিচালক শান সায়েক বলেন, চমৎকার কথা ও সুরের গান ভাঙা মন এর গায়কী নিয়ে কি বলব! রেজা করিমের গলা গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অদ্ভুত সুন্দর মাদকতা নিয়ে তিনি গান গেয়েছেন। গানটির সংগীতায়োজন করতে পেরে খুব ভাল লাগছে।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল