আফগানিস্তানের হেরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ভয়াবহ বিস্ফোরণ হয়।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটিতে সব যাত্রীই আফগান নাগরিক ছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।
নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহীও রয়েছেন। বাকি ৬৭ জন সবাই বাসযাত্রী। এ ঘটনায় মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গেছে, ইরান সরকার শরণার্থীদের দেশে ফেরার নির্দেশ দেওয়ায়, ওই বাসের যাত্রীরাও দীর্ঘদিন ইরানে বসবাস শেষে আফগানিস্তানে ফিরছিলেন।
উল্লেখ্য, আফগানিস্তানে দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং বেপরোয়া গাড়ি চালনার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে একই ধরনের দুর্ঘটনায় ৫২ জন প্রাণ হারিয়েছিলেন।
ভিওডি বাংলা/জা