• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেক্সিকোতে সড়কে মিললো দেহহীন ৬টি মাথা

আন্তর্জাতিক ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ১২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্য মেক্সিকোর একটি সড়কে দেহবিহীন ছয়টি মানবমাথা পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের সংযোগকারী সড়কে এই মাথাগুলো উদ্ধার করে।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থলে একটি কম্বল রাখা ছিল, যাতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উদ্দেশে হুমকি লেখা ছিল। বার্তায় ‘লা বারেদোরা’ নামে একটি সংগঠনের স্বাক্ষর ছিল, যার অর্থ ‘দ্য সুইপার’। পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই নামে একটি ছোট অপরাধী গোষ্ঠী সক্রিয় হলেও এ হামলার সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক আছে কি না তা নিশ্চিত নয়।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের এবং ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল কৌশলে আল-আকসা দখল ও তৃতীয় মন্দির নির্মাণের পরিকল্পনা
ইসরায়েল কৌশলে আল-আকসা দখল ও তৃতীয় মন্দির নির্মাণের পরিকল্পনা
হোয়াইট হাউসে ফের ‘স্যুট বিতর্ক’, কেন পোশাক গুরুত্বপূর্ণ
হোয়াইট হাউসে ফের ‘স্যুট বিতর্ক’, কেন পোশাক গুরুত্বপূর্ণ
ইসরায়েলের হামলায় গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত
ইসরায়েলের হামলায় গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত