বাঁশখালীতে সিনেমা স্টাইলে ভেন্টিলেটর ভেঙে বৈদ্যুতিক ক্যাবল চুরি


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ইলেকট্রিক দোকান থেকে সিনেমা স্টাইলে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার মিটার (১০ আরএম ও ৭ আরএম) কপার ক্যাবল তার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার বৈলছড়ি ইউপির কে.বি বাজারের বাঁশখালী ট্রেডিং নামে একটি ইলেকট্রিক দোকানে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী শহিদুল ইসলাম বলেন, ‘রাত ১০টার সময় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যায়। সকালে এসে দোকান খুলতেই দেখি দোকানের ভেন্টিলেটর ভেঙে সব ক্যাবল নিয়ে গেছে। সিসি ক্যামেরা চেক করে দেখতে পায় একজন (বয়স্ক) চোর ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে সব ক্যাবল একই ভেন্টিলেটর ব্যবহার করে চুরি করে নিয়ে যায়। এবং রং-সহ যাবতীয় জিনিসপত্র নষ্ট করে ফেলে।'
দোকানের স্বত্বাধিকারী আবদুল মোমেন বলেন, ‘দোকানের ছাদ থেকে আরএফএল পাইপ নিয়ে অস্থায়ী সিঁড়ি বানিয়ে পিছন দিক দিয়ে ভেন্টিলেটর ভেঙে চোররা দোকানে প্রবেশ করে। দোকানের ভিতর ও বাহির থেকে ৪/৫ জন চোর ৫ হাজার মিটার (১০ আরএম ও ৭ আরএম) কপার ক্যাবল তার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। আগেও একবার আমার দোকান চুরি হয়েছিল। এ বিষয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হবে।'
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটা শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি কেউ। অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ভিওডি বাংলা/ এমএইচ