• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকসু গঠনের দাবিতে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ১১:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে ‘ইকসু গঠন আন্দোলন’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির পাশাপাশি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ, সায়েম আহমেদ, জুবায়ের ইসলাম, হাসিব আল সজিব, রাকিবুল ইসলাম, আসাদুজ্জামান, জুলকারনাইন দোলন ও আহমাদ আলামিন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‌‘বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি জাতীয় আন্দোলনে ছাত্রসমাজের অবদান অনস্বীকার্য। কিন্তু বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর পার হলেও এখানে এখনো কোনো ছাত্র সংসদ গঠিত হয়নি।’

তারা অভিযোগ করেন, অজানা কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ইকসু গঠনে অনীহা প্রকাশ করেছে। অথচ ছাত্র সংসদই হলো শিক্ষার্থীদের অধিকার আদায়ের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো দাবি-দাওয়া তুললেও সেগুলো প্রায়ই দলীয় এজেন্ডায় প্রভাবিত হয়। ফলে কার্যকর সমাধান পাওয়া যায় না।

বক্তারা বলেন, ‘নব্বইয়ের দশক থেকে ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের আধিপত্য, হল দখল ও ‘গেস্টরুম কালচার’ থামছে না। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের কারণে শিক্ষকদেরও কোনো জবাবদিহিতা নেই। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা হবে, হয়রানি কমবে এবং ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে বাধ্য হবে।’

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করে যে ইকসু গঠনের কোনো আইন নেই। কিন্তু বাস্তবে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারীদের নির্বাচন নিয়মিত হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের আইনে না থাকা সত্ত্বেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

তারা অভিযোগ করেন, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থেই ইকসু নির্বাচন ঠেকানো হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠন করতে হবে। এসময় তারা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণাও দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাখাওয়াতকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক
সাখাওয়াতকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত