• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধরলা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ধরলা নদীর ভাঙন ঠেকাও চর গোরক মন্ডপ এলাকাবাসীকে বাঁচাও”এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন  রোধ ও চর গোরক মন্ডপ এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে  
চর গোরক মন্ডপ ধরলা নদীর  ভাঙ্গন  কবলীত এলাকাবাসী।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে চর গোরক মন্ডপ ধরলা নদীর পূর্বপাড়ে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে  বক্তব্য রাখেন এলাকাবাসী শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, গোলাম মাওলা, আজিজুল ইসলাম আজিজ, জাহিদ হাসান সহ আরো অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ধরলার ভাঙ্গনে  এলাকার শত শত পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। বহু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা মসজিদ আবাদি জমি ঘর বাড়ী হুমকির মুখে পড়বে।

এ সময় তারা নদী ভাঙ্গন  রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ