• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফলকে নাম দেখে ক্ষোভ প্রকাশ, উদ্বোধন করলেন টোলপ্লাজায়

গাজীপুর প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ রোববার (২৪ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ফলকে তার নাম দেখে ক্ষুব্ধ হন এবং উন্মোচন না করে পরিবর্তনের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চের পাশে স্থাপিত ফলক উন্মোচনের সময় তিনি লাল মখমলের কাপড়ে ঢাকা শ্বেত পাথরে নিজের নাম লেখা দেখতে পান। তিনি বলেন, "এটা কি আমার বাপের টাকায় করা, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে।" পরে উপদেষ্টা ফলক উন্মোচন না করে টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে সড়কটি উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে এক্সপ্রেসওয়ে অতিক্রম করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের দেশী-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই