• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাগড়াছড়িতে চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য চট্টগ্রামের জীব বৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য খাগড়াছড়িতে  বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এ চারা গুলো বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গ্রামের লোকদের দ্বারা রক্ষনাবেক্ষন করা বন, ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়ায় চারা রোপণ করা হবে, যা পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্যোগটি কানাডা সরকারের আর্থিক সহযোগিতায় ইউএনডিপি'র  ব্যস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা জানান, এ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কমলছড়ি  ভিসিএফ এর সাধারণ সম্পাদক চয়ন চাকমা ও ইটছড়ি ভিসিএফ এর সভাপতি কনক কুমার তালুকদার বলেন এই চারা গুলো পেয়ে তার খুশী ও তাদের অনেক উপকারে আসবে। কারন এখন পাহাড়ের বন নেই বললে চলে তাই  তারা তাদের বন সংরক্ষণ করছেন যতœসহকারে আজকের চারা গুলো চারা গুলো যতœ করবেন বলে জানান।

কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল চাকমা চারা গুলো যতœ করে রোপন করার জন্য চারা নিতে আসা ব্যাক্তিদের প্রতি অনুরোধ করেন। অুনষ্ঠানে খাগড়াছড়ি সদরের ৩ হাজার ৭৯ টিসহ পুরো জেলা ১৬ হাজার ৮শ ৮৪ টি চারা বিতরণ করা হয়

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই