• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,বৃদ্ধ গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ১২:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় মো. শাহ আলম ঢ়াড়ী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়। পড়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার শাহ আলম কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের আকবর ঢ়াড়ীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ওই শিশুটি বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় কৌশলে শাহ আলম ওই শিশুকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে শাহ আলম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবার থেকে শাহ আলমের নামে কালকিনি থানায় মামলা করলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রোববার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, শিশুকে ধর্ষণচেষ্টায় থানায় মামলা হলে আসামি শাহ আলমকে গ্রেফতার করে আদালত পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ