• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কুড়িগ্রাম স্বেচ্ছাসেবক দলের ত্যাগীদের মূল্যায়ন চায় তৃণমূল নেতাকর্মীরা

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ১২:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম সদর উপজেলা কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন চায় তৃণমূলের নেতাকর্মীরা।

জানা গেছে, এ বছর ২০২৫ সালের মে' মাসে স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলা কমিটি গঠিত হয় কিন্তু দুঃখের বিষয় এখন অবধি ১২টি সাংগঠনিক ইউনিটের কর্মী সম্মেলন করতে পারেনি জেলা কমিটি। 

এদিকে, স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির মেয়াদ গত দুই বছর আগে শেষ হয়। কিন্তু কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জেলা কমিটিকে কর্মী সম্মেলনের জন্য বারবার বলা হলেও তারা করেননি। সর্বশেষ ১৮ আগস্ট এসে কেন্দ্রের নির্দেশনার কথা বলেন এবং পূর্বের যে ৮টি ইউনিয়ন কমিটি দিতে পারেনি তা বর্তমান মেয়াদ উত্তীর্ণ সদর উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দ্বারা সম্পূর্ণ করবে বলে জানায় জেলা কমিটির নেতৃবৃন্দ। 

এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ত্যাগীদের মূল্যায়ন না করার পায়তারা করা হচ্ছে বলে নানা প্রশ্ন বিরাজ করছে তাদের মধ্যে। তারা চায় আগে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। 

এর মধ্যে অন্যতম কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন আশরাফ। সে ছাত্র জীবন থেকেই বিএনপির সাথে রাজপথে থেকে তৃণমূলের রাজনীতি করে আসছে। তিনি রাজনৈতিক জীবনে ২০০৫ সালে বেলগাছা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক, ২০০৯ সালে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সাল থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসছেন। ছাত্রদলের রাজনীতির পর দীর্ঘদিন থেকে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করছেন। দলের দুঃসময়ে বিভিন্ন প্রতিবাদ মিছিলে তিনি একান্ত ভূমিকা রেখেছেন। তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছেন।

তৃণমূলকর্মীরা জানান, তুহিন আশরাফ একজন তৃণমূল থেকে বেড়ে ওঠা ক্লিন ইমেজের ত্যাগীনেতা, সে একজন পরিশ্রমী দক্ষসাংগঠনিক ছেলে, দলের প্রতি তার অনেক ত্যাগ রয়েছে। এই ধরনের কর্মীবান্ধব নেতা নেতৃত্বে আসা দরকার তাহলে আমরা সঠিক নেতৃত্ব পাবো এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন হবে ও দল সুসংগঠিত হবে। 

এ বিষয়ে তুহিন আশরাফ জানান, আমি আমার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু দ্বিধা দ্বন্দ্বে আছি। আমার ২০১৩ সালে ছাত্রদল শেষ হয়। এরপর আমি কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। তারপর স্বেচ্ছাসেবক দলে যোগদান করি ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হিসেবে চলমান দায়িত্বে আছি। আমি জানিনা ২০২২ থেকে এখন পর্যন্ত সাংগঠনিকভাবে সংগঠনকে কতটুকু গতিশীল করতে পেরেছি? এটার উত্তর একমাত্র কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল কর্মীরা দিতে পারবে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই